Himachal Politics: ক্রস ভোটিং-এর জের, ৬ বিধায়কের উপর শাস্তির খাঁড়া, আপাতত স্বস্তি কংগ্রেসের!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
হিমাচলের চরম রাজনৈতিক সংকটের মধ্যেও মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। তিনি গতকালই পদত্যাগের সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘ আমি পদত্যাগ করিনি, লড়াই চালিয়ে যাব’। এবার ক্রস ভোটিং-এর জের, ৬ কংগ্রেস বিধায়কের উপর শাস্তির খাঁড়া। সাসপেণ্ড করা হয়েছে ৬ বিধায়কে। এই ৬ বিধায়ক হলেন, রাজিন্দর রানা, সুধীর শর্মা, ইন্দ্রদত্ত লখনপাল, রবি ঠাকুর, চৈতন্য শর্মা, দবিন্দর ভুট্টো।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)