• দেশে বাড়ল লেপার্ডের সংখ্যা
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশে বাড়ল লেপার্ডের সংখ্যা। দেশে বর্তমানে লেপার্ডের সংখ্যা ১৩ হাজার ৮৭৪। প্রতিবছর লেপার্ডের বৃদ্ধির হার ১.৮ শতাংশ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন লেপার্ডের সংখ্যার দিক থেকে সবথেকে এগিয়ে মধ্য প্রদেশ। সেখানে লেপার্ড রয়েছে ৩৯০৭ টি। এরপর মহারাষ্ট্রে ১৯৮৫, কর্ণাটকে ১৮৭৯ এবং তামিলনাড়ুতে ১০৭০ টি। দেশের লেপার্ডপ্রবণ এলাকাগুলিতে তাদের থাকার এবং বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। ঘন জঙ্গলে থাকার পাশাপাশি লেপার্ডরা যাতে উপযুক্ত খাবারও পায় সেদিকেও নজর দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী। দেশে টাইগার ফরেস্টগুলির রক্ষণাবেক্ষণের পাশাপাশি লেপার্ডদের যাতে সংরক্ষণ করা যায় সেদিকেই আগামীদিনে নজর রাখা হবে বলেও জানান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী।
  • Link to this news (আজকাল)