• বৃদ্ধ মৃত্যুর জের, এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বৃদ্ধর মৃত্যুর জের। এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল। ১৬ ফেব্রুয়ারি ৮০ বছরের ওই বৃদ্ধ বিমানবন্দরে হুইলচেয়ার না পাওয়ার অভিযোগ করেছিলেন। ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে সাতদিনের মধ্যে নোটিশ দেওয়ার কথা বলেছিল। উত্তর পাওয়ার পর এয়ার ইন্ডিয়াকে দোষী সাব্যস্ত করা হয় এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল মৃতের স্ত্রীকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল এবং তাঁকে আরেকটি হুইলচেয়ারের জন্য অপেক্ষা করতে বলা হয়। তবে তিনি নিজের মত চলতে শুরু করেন। এরপরই মৃত্যু ঘটে তাঁর। তবে ডিজিসিএ সমস্ত কিছু বিচার করে এয়ার ইন্ডিয়াকে এই জরিমানা করল।  
  • Link to this news (আজকাল)