• ‌ উত্তরকাশীতে টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করেছিলেন, সেই দলের সদস্যের বাড়ি ‘‌বেআইনি’‌ বলে গুড়িয়ে দিল ডিডিএ...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরকাশীতে টানেল বিপর্যয়ে শ্রমিকদের উদ্ধারকারী দলে ছিলেন তিনি। এবার সেই যুবকের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। জানা গেছে, উদ্ধারকারী দল র‌্যাট হোল মাইনারদের অন্যতম এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ডিডিএ কর্তৃপক্ষ। ডিডিএ’‌র দাবি বেআইনি নির্মাণের জন্যই তা গুড়িয়ে দেওয়া হয়েছে।উত্তর–পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় উকিল হাসান নামের ওই শ্রমিক ও তাঁর মতোই একাধিক ব্যক্তির বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ঘরছাড়াদের দাবি, কোনওরকম নোটিশ ছাড়াই এই কাজ করা হয়েছে। উকিল হাসান বলেছেন, ‘‌৪১ জন শ্রমিককে উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে উদ্ধার করার এই পুরস্কার পেলাম। বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাহায্য করুন। পুলিশ থানায় মারধর করেছে।’‌ মুন্না কুরেশি নামে অপর এক উদ্ধারকারী দলের সদস্যরও বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ডিডিএ কর্তৃপক্ষ দাবি করেছে, যে সব বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সব বাসিন্দাদেরই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তবুও তাঁরা বাড়ি ছাড়েননি। 
  • Link to this news (আজকাল)