• শেখ শাহজাহানের প্রতি কোনও সমবেদনা নেই: প্রধান বিচারপতি শিবজ্ঞানম ...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইডির উপর হামলার ৫৫ দিন পর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। তাঁকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "শেখ শাহজাহানের প্রতি কোনও সমবেদনা নেই।" বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানকে পেশ করার পর তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। শেষপর্যন্ত শাহজাহানকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক। এরপরই শাহজাহানের আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শাহজাহানের গ্রেপ্তারির খবর তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জানান। তারপরই প্রধান বিচারপতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আজ শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "এই ব্যক্তির বিরুদ্ধে ৪৩টি মামলা রয়েছে। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। কয়েকজন জুনিয়র আইনজীবীকেও প্রয়োজন হবে।"
  • Link to this news (আজকাল)