• ‌জঙ্গলমহলে পর্যটন সার্কিট তৈরির ঘোষণা মমতার, ফের সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় ফের একবার ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠে এল মমতার কথায়। মঙ্গল ও বুধে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রশাসনিক সভা করেছেন মমতা। এবার ঝাড়গামে মমতা। এদিনের সভার শুরু থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান মমতা। ১০০ দিনের টাকার পাশাপাশি আবাস যোজনার টাকা নিয়েও সুর চড়ান মমতা। বলেন, ‘‌কেন্দ্র না দিলে মে মাস থেকে এই টাকা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য।’‌ মা–বোনেদের উদ্দেশে বলেন, যতদিন এই সরকার থাকবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলবে। বর্ধিত টাকা এপ্রিল থেকেই মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে, জঙ্গলমহলে পর্যটন সার্কিট করার কথা ঘোষণা করেছেন মমতা। তিনি চান এই পর্যটন সার্কিট ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝিলমিল হয়ে বাঁকুড়া–বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যন্ত বিস্তৃত হোক। পাশাপাশি ঝাড়গ্রামে ফুটবল অ্যাকাডেমি গড়ার কথাও ঘোষণা করেছেন মমতা। ১০০ দিনের বকেয়া টাকা দেওয়া শুরু করেছে রাজ্য। যা নিয়ে খুশি প্রকাশ করার পাশাপাশি মমতার অভিযোগ, লুকিয়ে লুকিয়ে উজালা রান্নার গ্যাস দিচ্ছে কেন্দ্র। মমতার কেন্দ্রকে হুঁশিয়ারি, সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি না দিলে বড় আন্দোলন যাবে তাঁর দল। তবে শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে কোনও কথা বলেলনি মমতা। 
  • Link to this news (আজকাল)