• ১০ মার্চ সন্দেশখালিতে সভা বিজেপির
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নজর ১০ মার্চে। একদিকে সেদিন তৃণমূলের "জনগর্জন সভা"। ব্রিগেড সমাবেশের মূল বক্তা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। এর মাঝেই জানা গেল, একই দিনে সন্দেশখালিতে সভা করতে চলেছে গেরুয়া শিবির। সূত্রের খবর তেমনটাই। অন্যদিকে আদালতের শর্তসাপেক্ষ অনুমতির পর, এদিন সন্দেশখালির জেলিয়াখালিতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। এর আগেও সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধা পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার আদালতের শর্তসাপেক্ষ অনুমতির পরেই বৃহস্পতিবার পূর্ব পরিকল্পনা মতোই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। পৌঁছে যান জেলিয়াখালি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তার মাঝেই জানা গেল, ১০ মার্চ সন্দেশখালিতে সভার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। শাহজাহানের গ্রেপ্তারির পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন সন্দেশখালির ৪৯টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা ৩ মার্চ পর্যন্ত জারি থাকবে। সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনি।
  • Link to this news (আজকাল)