• পুলিশি হেফাজতে শাহজাহান, আদালতের দ্বারস্থ ইডি
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৫৫ দিন খোঁজ ছিল না। ৫৬ দিনের মাথায় গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। আদালতে পুলিশ ১৪ দিনের হেফাজত চাইলেও, ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপরেই শাহজাহানকে ভবানী ভবনে আনা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তাকে জেরা শুরু করেছে সিআইডি। আর শাহজাহানকে পুলিশি হেফাজতের নির্দেশ দিতেই, এবার আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।সূত্রের খবর, তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা করছেন ইডি কর্তারা। জানা গিয়েছে, ইডি দাবি করেছে, পুলিশি হেফাজতে শাহজাহান থাকলে নষ্ট হতে পারে নথি।গত ৫ জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভে ও হামলায় আহত হন একাধিক আধিকারিক। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িও। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন শাহজাহান। ন্যাজাট থানায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি। সূত্রের খবর, ইডির আশঙ্কা পুলিশের হেফাজতে শাহজাহান থাকলে রেশন দুর্নীতি মামলা সহ ইডির মামলার তথ্য বিকৃত এবং নষ্ট হতে পারে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
  • Link to this news (আজকাল)