• বসিরহাট থেকে সোজা ভবানী ভবনে শাহজাহান
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালেই জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। ৫৫ দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই আদালতে তোলা হলে, আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তারপরেই নজর ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। ইতিমধ্যে জানা গিয়েছে ঘটনার তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। কিছুক্ষণেই দেখা গেল, শাহজাহানকে নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে। বসিরহাট থেকে বাসন্তী হাইওয়ে ধরেই তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। পুলিশি হেফাজতের আগামী ১০ দিন সেখানেই থাকবে শাহজাহান। টানা ৫৫ দিন কার্যত নিখোঁজ থাকার পর গ্রেপ্তার হয়েছে শাহজাহান। ইতিমধ্যে সেই প্রসঙ্গে বক্তব্য পেশ করেছেন এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। অন্যদিকে, শাহজাহানের গ্রেপ্তারির পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, সন্দেশখালির ৪৯টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা ৩ মার্চ পর্যন্ত জারি থাকবে।
  • Link to this news (আজকাল)