• ইজরায়েল না থাকলে পৃথিবীর কোন ইহুদিরা নিরাপদ থাকবে না: বাইডেন...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইতিমধ্যেই নিজেকে ইহুদিবাদী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েল না থাকলে পৃথিবীর কোনও ইহুদি নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। লেট নাইট উইথ সেথ মেয়ার্স অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, আমি মনে করি এভাবে যদি আমরা অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে পারি তাহলে এমন একটি সম্ভাবনার পথে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে আমরা ইজরায়েলের নিরাপত্তা এবং প্যালেস্তাইনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব। রাফায় সম্ভাব্য ইজরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, আমায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অভিযানের আগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নেবে ইজরায়েল। এরপর হামাসের অবশিষ্ট যোদ্ধাদের খুঁজে বের করবে। গাজায় অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এভাবে চলতে থাকলে বিশ্বজুড়ে সমর্থন হারাবে ইজরায়েল। পবিত্র রমজানে গাজায় ইজরায়েল হামলা বন্ধ রাখবে বলে জানিয়েছেন বাইডেন।
  • Link to this news (আজকাল)