• ?ডিল চূড়ান্ত হতেই গ্রেপ্তার শাহজাহান?, দাবি শুভেন্দুর, ?ডিজি অযোগ্য?, বলছেন সুজন
    প্রতিদিন | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সন্দেশখালি কাণ্ডে সরব হয়েছিল বিরোধীরা। সিপিএম, বিজেপি নেতৃত্ব পৌঁছে গিয়েছিল ?হট স্পটে?। আমজনতার সঙ্গে তাঁরাও প্রশ্ন তুলেছিলেন, কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান? ৫৪ দিনের মাথায় অবশেষে পুলিশের জালে সন্দেশখালির ?বাঘ?। কিন্তু এতদিন পর এই গ্রেপ্তারি নিয়ে রাজ্য় পুলিশকে বিঁধলেন রাম-বাং-কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ কথা, ?পুলিশের সঙ্গে ডিল চূড়ান্ত হতেই সন্দেশখালি বেতাজ বাদশা গ্রেপ্তার হয়েছে।?

    এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, ?কালকেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান। এখন তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা আসলে পারস্পরিক বোঝাপড়া। পুলিশ ও জেল হেফাজতে তিনি কী কী সুবিধা পাবেন, তা নিয়ে ডিলের খুঁটিনাটি চূড়ান্ত হতেই গ্রেপ্তার দেখানো হল।? এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ?বিজেপির লাগাতার আন্দোলনের চাপেই শেষপর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হল রাজ্য পুলিশ। আর কোনও উপায় ছিল না ওদের কাছে।?
  • Link to this news (প্রতিদিন)