• Sheikh Shahjahan News : রেয়াত করল না দল, ৬ বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড তৃণমূলের
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • গ্রেফতারির পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সাসপেন্ড শেখ শাহজাহান। দল থেকে শেখ শাহাজাহানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়ে দেওয়া হয়। তবে শাহজাহান যে সরকারি পদে রয়েছেন তার ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই বিষয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।এদিন এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, 'দলের কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে, এটা তারই প্রমাণ। যদিও তৃণমূলের কাছে এটা নতুন নয়। তৃণমূল আগেও এমন কাজ করেছে। কিন্তু বিজেপি তো আর তৃণমূল নয়, আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা বা নারায়ণ রানেকে সাসপেন্ড করে দেখান। মণিপুরের মুখ্যমন্ত্রী, ব্রিজ ভূষণ বা অজয় মিশ্র টেনির বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে?' পাশাপাশি এই প্রসঙ্গে ডেরেক'ও ব্রায়েনের বক্তব্য, 'দুই ধরনের দল থাকে, এক ধরনের রাজনৈতিক দল থাকে যারা শুধু মুখেই বলে যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস যা বলে তা করে দেখায়। এটা আমরা এই প্রথমবার নয়, অতীতেও করেছি।'দলের কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে, এটা তারই প্রমাণ। যদিও তৃণমূলের কাছে এটা নতুন নয়। তৃণমূল আগেও এমন কাজ করেছে।ব্রাত্য বসুগতকাল রাতেই গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। আজ সকালে সেই খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই তাঁকে পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে। সেখানে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় ভবানীভবনে। বর্তমানে এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। আর এইসবের মাঝেই এবার শাহজাহানের প্রতি কড়া পদক্ষেপ তৃণমূলের।প্রসঙ্গত, জানুয়ারির ৫ তারিখ রেশন বণ্টন দুর্নীতিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কিন্তু সেখানে দেখা পাওয়া যায়নি শেখ শাহজাহানের। তাঁর বাড়িতে দীর্ঘ ডাকাডাকির পরেও কারও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরই মাঝে সেখানে পৌঁছন শেখ শাহজাহানের অনুগামীরা। তাঁদের সঙ্গে বচসা শুরু হয় শাহজাহানের অনুগামীদের। অভিযোগ, তারপরেই ইডি আধিকারিকদের মধ্যে আক্রমণ চালায় শাহজাহানের অনুগামীরা। তাতে গুরুতর আহত হন কয়েকজন ইডি আধিকারিক। সেই ঘটনার পর থেকেই কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না শাহজাহানের। সম্প্রতি সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন গ্রামবাসীরা। অবশেষে গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
  • Link to this news (এই সময়)