• 100 Most Powerful Indian : রাহুল গান্ধীর থেকে এগিয়ে মমতা, পয়লা নম্বরে কে? ১০০ সর্বাধিক ক্ষমতাশালী ভারতীয়র তালিকা প্রকাশ
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • নরেন্দ্র মোদীই দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। তারপরেই এই তালিকায় রয়েছে তাঁরই সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। তৃতীয় সবচেয়ে শক্তিশালী ভারতীয় RSS প্রধান মোহন ভাগবত।দেশের সবচেয়ে ক্ষমতাশালী কারা?দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত ১০০ জনের একটি তালিকায় অনুযায়ী, দেশের সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তিদের নাম প্রকাশ্যে এসেছে। লোকসভা ভোটের আগে এই তালিকা স্পষ্ট করছে, রাজনৈতিক নেতারাই দেশের ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তালিকায় দাপট গেরুয়া শিবিরের। প্রথম ১০ জনের মধ্যে মোদী-শাহ এবং ভাগবতের নাম তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।ক্ষমতাশালী ভারতীয়দের তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, প্রথমসারির শিল্পপতি গৌতম আদানি। হিন্ডেনবার্গ বিতর্ক ছাপিয়ে দেশের ক্ষমতাশালী ব্যক্তিত্বের তালিকায় উজ্জ্বল তিনি।এ ছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তামিলনাড়ুর প্রশাসনিক প্রধান এম কে স্ট্যালিন। BJP-র শীর্ষ নেতারা যেখানে এই তালিকায় সবচেয়ে উপরে তখন পিছিয়ে নেই দক্ষিণের রাজনৈতিক নেতারাও।তবে রাজনৈতিক নেতারা ছাড়াও এই তালিকায় ঠাঁই হয়েছে উদ্যোগপতি এবং সাংস্কৃতিক জগতের তারকাদেরও। ক্ষমতাশালী ব্যক্তিত্বের তালিকায় রয়েছেন মুভার্স অ্যান্ড সেকার্স কর্তৃপক্ষ। রাজনৈতিক নেতাদের দূরদর্শীতা থেকে সাংস্কৃতিক জগতের তারকাদের মনন ও চিন্তা ফুটে উঠেছে তালিকার নামগুলিতে। তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন। আদানির পাশাপাশি তালিকায় রয়েছেন রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানি।ক্ষমতাশালী ব্যক্তিত্বের তালিকায় ১৫ নম্বরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরেই রয়েছেন রাহুল গান্ধী। ১৭তম স্থানে রয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিনোদন এবং খেলার জগত থেকে শাহরুখ খান, বিরাট কোহলি।একনজরে সম্পূর্ণ তালিকা (প্রথম ৪০ জন)নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রীঅমিত শাহকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীমোহন ভাগবতRSS প্রধানডি ওয়াই চন্দ্রচূড়দেশের প্রধান বিচারপতিযোগী আদিত্যনাথউত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীরাজনাথ সিংপ্রতিরক্ষা মন্ত্রীনির্মলা সীতারমনকেন্দ্রীয় অর্থমন্ত্রীজে পি নাড্ডাবিজেপির সর্বভারতীয় সভাপতিগৌতম আদানিআদানি গ্রুপের কর্তামুকেশ আম্বানিরিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যানপীযূষ গোয়ালকেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীঅশ্বিনী বৈষ্ণবরেল এবং টেলিকম মন্ত্রীহিমন্ত বিশ্ব শর্মাঅসমের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়বাংলার মুখ্যমন্ত্রীরাহুল গান্ধীকংগ্রেস সাংসদঅজিত ডোভালজাতীয় নিরাপত্তা উপদেষ্টাঅরবিন্দ কেজরিওয়ালদিল্লির মুখ্যমন্ত্রীশক্তিকান্ত দাসরিজার্ভ ব্যাঙ্কের গভর্নরহরদীপ সিং পুরীকেন্দ্রীয় আবাস নগরোন্নয়ন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীসঞ্জীব খান্নাসুপ্রিম কোর্টের বিচারপতিসিদ্দারামাইয়াকর্নাটকের মুখ্যমন্ত্রীমনসুখ মান্ডব্যকেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীনীকীশ কুমারবিহারের মুখ্যমন্ত্রীনীতা আম্বানিরিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সনশাহরুখ খানঅভিনেতানটরাজন চন্দ্রশেখরনটাটা গ্রুপের চেয়ারপার্সনসোনিয়া গান্ধীরাজ্যসভা সাংসদরাহুল নবীনED ডিরেক্টরভূপেন্দর যাদবকেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীঅনুরাগ ঠাকুরকেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, ক্রিড়া এবং যুব বিষয়ক মন্ত্রীধর্মেন্দ্র প্রধানকেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদত্তত্রেয় হোসাবলRSS-এর সাধারণ সম্পাদকজয় শাহBCCI সভাপতিমল্লিকার্জুন খাড়গেকংগ্রেস সভাপতিআজিম প্রেমজিউইপ্রো প্রতিষ্ঠাতাবিরাট কোহলিভারতীয় ক্রিকেটাররেবন্ত রেড্ডিতেলঙ্গানার মুখ্যমন্ত্রীবিনয় কুমার সাক্সেনাদিল্লির লেফটেন্যান্ট জেনারেল
  • Link to this news (এই সময়)