'বদলা' নিতে অমেঠিতে কামব্যাক রাহুলের? মায়ের রায়বরেলি আসন থেকে লোকসভা ভোটে প্রার্থী প্রিয়ঙ্কা?
এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
আমেঠি এবং রায়বরেলি থেকে যথাক্রমে প্রার্থী হতে পারেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর, মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্র থেকেই লোকসভায় ডেবিউ করতে চলেছেন সোনিয়া কন্যা। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।মায়ের আসনেই প্রিয়াঙ্কা?রায়বরেলি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০৪ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ সোনিয়া গান্ধী। লোকসভার পাট চুকিয়ে এবার তিনি রাজ্যসভা দাঁড়ান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে তিনি ইতিমধ্যেই সাংসদ নির্বাচিত হয়েছে রাজ্যসভায়। রায়বরেলি কেন্দ্রের ভোটারদের একটি খোলা চিঠিতে সোনিয়া লেখেন, 'আমার সিদ্ধান্তের কারণে হয়ত সরাসরি আপনাদের পরিষেবা দিতে পারব না। তবে আমার হৃদয় সর্বদাই আপনাদের মাঝে পড়ে থাকবে। আমি জানি আপনারা আমার এবং পরিবারকে আজীবন সমর্থন করবেন। ঠিক যেমনভাবে এর আগে করেছেন।' আর এতেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান, প্রিয়াঙ্কা গান্ধীই মায়ের আসন থেকে লোকসভায় প্রার্থী হতে চলেছেন।ফের একবার আমেঠিতে স্মৃতি বনাম রাহুল?উল্লেখ্য, ২০১৯ সালে আমেঠি আসন থেকে ভোটে লড়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হার স্বীকার করতে হয় কংগ্রেস নেতাকে। ফের একবার রাহুল গান্ধীর সঙ্গে স্মৃতি ইরানির হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে আমেঠি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ১২০ ভোটে পরাজিত হন কংগ্রেস নেতা। তবে কেরালার ওয়েনাড আসনে জিতে লোকসভায় এন্ট্রি হয় সোনিয়া পুত্রের। এদিকে, ২০১৪ সালের ফলাফল ছিল ঠিক এর বিপরীত। রাহুল গান্ধীর কাছে এই আমেঠি থেকেই হেরে গিয়েছিলেন স্মৃতি ইরানি।ওয়েনাড আসন ছাড়বেন রাহুল?বর্তমানে কেরালার ওয়েনাড কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। এই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে CPI। দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী এবং বর্ষীয়ান বাম নেত্রী অ্যানি রাজাকে এই আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কেরালায় কুস্তি, দিল্লিতে দোস্তির খাতিরে এবং ইন্ডিয়া জোটের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ওয়েনাড আসন নিয়ে কি চিন্তাভাবনা করছে কংগ্রেস? CPIM-এর পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট ইতিমধ্যেই রাহুল গান্ধীকে তাঁর BJP বিরোধী লড়াইয়ের সংকল্পের কথা স্মরণ করিয়ে ওয়েনাড আসন নিয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন। তবে কেরালা কংগ্রেসের অবশ্য বক্তব্য, 'রাহুল গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, কংগ্রেসের এই ভুয়ো প্রতিশ্রুতিতে কেউ আর বিশ্বাস করে না।' সে ক্ষেত্রে কেরালার এই সমীকরণ ইন্ডিয়া জোটের উপর প্রভাব ফেলবে কি না, সেটাই এখন দেখার।