• Lok Sabha Opinion Poll : কোন রাজ্যে কত আসন জিতবে BJP-কংগ্রেস? লোকসভা ভোটের জনমত সমীক্ষায় চমকপ্রদ ইঙ্গিত
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী সমস্ত দল। এর মাঝেই একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসছে। বেশিরভাগ সার্ভেতে BJP সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে উল্লেখ করা হচ্ছে। যদিও দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঁধে দেওয়া টার্গেট পূরণ হওয়ার থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে BJP।দেশে তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে NDA জোট। এ কথা জানাচ্ছে অধিকাংশ জনমত সমীক্ষা। প্রধানমন্ত্রীর কুর্সিতে তৃতীয়বারের জন্য বসবেন নরেন্দ্র মোদী। তবে একটি সার্ভে রিপোর্ট বলছে, নির্বাচনের ফল থেকে BJP বা কংগ্রেস, কেউই খুব একটা সন্তুষ্ট হবে না।লোকসভা নির্বাচনে ৪০০ পার করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটও ক্ষমতা দখলের লড়াই এক ছটাক জমি ছাড়তে নারাজ শাসকদলকে। শক্তিশালী বিরোধী গোষ্ঠী হিসেবে শাসককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেও প্রস্তুত তারা। তবে জি নিউজ-ম্যাট্রিজ ওপিনিয়ন পোল অনুযায়ী, কোনও জোটেরই আশাপূরণ হবে না। লোকসভার ৫৪৩টি আসনের জন্য ১ লাখ ৬৭ হাজার ৮৪৩ জনের উপর সার্ভে করা হয়। পোলের রেজাল্ট অনুযায়ী, NDA পেতে পারে ৩৭৭টি আসন এবং INDIA জোট পেতে পারে ৯৪টি আসন। অন্যান্য দল জিততে পারে ৭২টি আসনে।তবে উল্লেখ্য, সবসময় ওপিনিয়ন পোলের রেজাল্টের সঙ্গে বাস্তবের মিল নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী ফলের সঙ্গে সার্ভের রিপোর্ট হুবহু মিললেও অনেকক্ষেত্রেই তেমন মিল পাওয়া যায় না। এটি কেবলমাত্র ইঙ্গিত মাত্র।কোন কোন রাজ্যে কেমন ফল হবে?কর্নাটক২৩৫ (কংগ্রেস)তেলঙ্গনা৫ (বিজেপি)৯ (কংগ্রেস)কেরালা০২০তামিলনাড়ু১৩৬অসমে১১৩ (অন্য)উত্তর পূর্ব রাজ্য১০১কেন্দ্র শাসিত রাজ্য৪০লাক্ষাদ্বীপ ও লাদাখ০২পশ্চিমবঙ্গ১৭ (বিজেপি)২৪ (তৃণমূল)+ ১মহারাষ্ট্র৪৫৩হিমাচল প্রদেশ৩১দিল্লি৭ (বিজেপি)০হরিয়ানা৯১গুজরাট২৬০ওডিশা৯ (বিজেডি) + ১১ (জনতা পার্টি)জম্মু-কাশ্মীর২৩উত্তরাখণ্ড৫মধ্য প্রদেশ২৮ (বিজেপি)১ (কংগ্রেস)রাজস্থান২৫ (বিজেপি)০বিহার৩৭৩উত্তর প্রদেশ৭৮২
  • Link to this news (এই সময়)