• Air India : হুইল চেয়ারের জন্য ৩০ লক্ষ ফাইন
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • পর্যাপ্ত হুইলচেয়ার না থাকার জন্য মুম্বই বিমানবন্দরে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছিল প্রবীণ যাত্রীকে। তার পরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল অসামরিক বিমান নিয়ামক সংস্থা (ডিজিসিএ)। সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্টস ভাঙার জন্য এয়ার ইন্ডিয়ার এই জরিমানা, বিবৃতিতে জানিয়েছে ডিজিসিএ।গত ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক থেকে স্ত্রীর সঙ্গে মুম্বইয়ে ফেরেন ৮০ বছরের এক বৃদ্ধ। এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বই নামার পর হুইলচেয়ার না পেয়ে প্রায় ১.৫ কিলোমিটার দূরত্ব তাঁকে হেঁটে পার হতে হয় বলে অভিযোগ। এর পরই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুখ থুবড়ে পড়েন প্রবীণ যাত্রী, মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে আগেই শো-কজ নোটিস পাঠিয়েছিল ডিজিসিএ। এয়ার ইন্ডিয়া অবশ্য ডিজিসিএ-কে জানিয়েছিল, প্রবীণের স্ত্রী আগে হুইলচেয়ার পেয়েছিলেন। বৃদ্ধকে হুইলচেয়ারের জন্য আর একটু অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। স্ত্রীর হুইলচেয়ারের পাশে পাশে স্বেচ্ছায় হাঁটতে শুরু করেন বৃদ্ধ।ডিজিসিএ-র অবশ্য বক্তব্য, ‘বৃদ্ধকে সময়মতো হুইলচেয়ার দিতে না পারার যৌক্তিক কোনও কারণ এয়ার ইন্ডিয়া দেখাতে পারেনি। কর্তব্যে গাফিলতির কারণে কোনও কর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে কি না, সেটাও স্পষ্ট নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে তারা কী ব্যবস্থা নেবে, সাবমিট করা রিপোর্টে সেটাও জানায়নি এয়ারলাইন্স।’ ক্ষতিপূরণের ব্যাপারে এয়ার ইন্ডিয়ার তরফে অবশ্য কোনও বক্তব্য মেলেনি। তবে প্রতিটি বিমানবন্দরে সব এয়ারলাইন্সকেই পর্যাপ্ত হুইলচেয়ার মজুত রাখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
  • Link to this news (এই সময়)