BCCI central contracts Ishan Kishan Shreyas Iyer Hardik Pandya:
ঘরোয়া ক্রিকেট না খেলার মাপকাঠিতেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার-ঈশান কিষান। এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। একই মাপকাঠিতে বোর্ডের চুক্তিতে জায়গা করে নিয়েছেন আবার হার্দিক পান্ডিয়াও। ঘরোয়া ক্রিকেটে খেলেননি তিনিও। তাহলে কীভাবে একই যাত্রায় পৃথক ফল হল?