• BCCI central contracts: ঈশান-শ্রেয়স বাদ পড়লে হার্দিককে কেন ছাড়! বোর্ডের বিরুদ্ধে ‘স্বজনপোষনের’ বিষ্ফোরক অভিযোগ পাঠানের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
  • BCCI central contracts Hardik Pandya Ishan Kishan Shreyas Iyer Irfan Pathan:

    বারবার বলা স্বত্ত্বেও ঘরোয়া ক্রিকেট খেলেননি দুজনে। তারপরেই বোর্ডের তরফে কড়া শাস্তির নিদান ভেসে এসেছে। ঈশান কিষান, শ্রেয়স আইয়ার দুজনই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। তবে একই কারণে হার্দিক পান্ডিয়া কেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রইলেন। ঈশান-শ্রেয়সের মতই হার্দিকও চোট-মুক্ত হয়েও ঘরোয়া ক্রিকেটে খেলেননি। তা স্বত্ত্বেও হার্দিক বোর্ডের চুক্তি তালিকায় রয়েছেন। একই যাত্রায় কেন পৃথক ফল হল, এই নিয়েই এবার প্ৰশ্ন তুলে দিলেন ইরফান পাঠান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)