MEA: রাশিয়ায় আটকে ২০ ভারতীয়, উদ্ধারে বিদেশমন্ত্রকের তৎপরতা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
২০ জন ভারতীয় রাশিয়ার বিভিন্ন অংশে আটকে রয়েছেন। তারা সকলেই ইতিমধ্যেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন। এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “২০ জন ভারতীয় সাপোর্ট স্টাফ হিসাবে রাশিয়ায় গিয়েছিলেন বলে তথ্য রয়েছে। কিন্তু তাদের যুদ্ধে পাঠানো হয়েছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের সকলের প্রত্যাবর্তনের জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।”