• আইন বিশ্ববিদ্যালয়ে অগুন্তি ধর্ষণ, স্তম্ভিত আদালত
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ছাত্রদের কন্ঠস্বর দমন করার জন্য গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রশাসনের প্রচেষ্টায় ঘটে যাওয়া শ্লীলতাহানি, ধর্ষণ, বৈষম্যের ঘটনা প্রকাশ করল ফ্যাক্ট ফাউন্ডিং টিম। তারপরই কড়া সিদ্ধান্ত নিল গুজরাট হাইকোর্ট। এই ঘটনাকে আদালত সত্যিই ভীতিকর বলে অভিহিত করেছেন। জিএনএলইউ প্রশাসনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষদ সদস্যদের বিরুদ্ধেও কাজ করতে পারে এই তদন্তকারী দল। এখানকার ছাত্ররা সোশ্যাল মিডিয়াতে একজন মহিলা ছাত্রীকে ধর্ষণ ও এক ছাত্রকে হয়রানির রিপোর্ট করলে হাইকোর্টের নির্দেশে কমিটি এই কাজটি হাতে নেয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন অভিযোগ কমিটি ও রেজিস্ট্রার উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার তারা হাইকোর্টের রোষের সম্মুখীন। 
  • Link to this news (আজকাল)