• বিজেপিতে যোগ দিলেন কৌস্তুভ বাগচী
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  জল্পনা আগে থেকেই ছিল। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। বিজেপি অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীএদিন যোগদান মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বহুদিন ধরেই কৌস্তুভ বাগচী মানুষের পাশে থেকে লড়াই করছিলেন। কংগ্রেস তাঁর পাশে না থাকলেও তিনি নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। তাই লোকসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপিতে যোগদান করানো হলপ্রসঙ্গত, বুধবারই কংগ্রেস ছাড়েন কৌস্তভ বাগচী। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়েন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠি দেন ব্যারাকপুরের বাসিন্দা এই নেতা। দীর্ঘদিন ধরেই হাত শিবিরের সঙ্গে সম্পর্ক তাঁর। কৌস্তভের দাবি ছিল, এখন আত্মসম্মান নিয়ে কংগ্রেসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। চিঠিতে সে কথাও উল্লেখ করেন। দলের সভাপতি ছাড়াও বঙ্গ কংগ্রেসের সভাপতি ও কেন্দ্রীয় পর্যবেক্ষককে চিঠির প্রতিলিপি পাঠিয়েছিলেন তিনি।
  • Link to this news (আজকাল)