• বিনিয়োগে এগিয়ে বাংলা
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে বিনিয়োগের হার ভাল। দেশে যেখানে বিনিয়োগের হার ৭.২ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগের হার ৮.৪ শতাংশ। বৃহস্পতিবার সিআইআই-এর একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন রাজ্যের শিল্প বাণিজ্য এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডা. শশী পাঁজা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেষ্টায় রাজ্যে বিনিয়োগ করছে বিভিন্ন সংস্থা, জানালেন শশী পাঁজা। রাজ্য বাজেটে এই বিনিয়োগের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। দেশের মধ্যে অর্থনীতিতে পশ্চিমবঙ্গ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে জিডিপি-র হার ১০.৫ শতাংশ হবে। এরাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে। উপযুক্ত জমি, পরিকাঠামো, বিদ্যুৎ এবং জলের প্রাচুর্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক পার্ক, অমৃতসর -দিল্লি - কলকাতা বাণিজ্য করিডর এবং বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা এদিন তুলে ধরেন মন্ত্রী শশী পাঁজা। কারিগরি শিক্ষা দপ্তরের প্রধান সচিব রোশনি সেন বলেন, এরাজ্যে বাণিজ্যের উপযুক্ত পরিবেশ রয়েছে। ২১ টি স্পেশাল ইকোনমিক জোন এবং তিনটি ফুড পার্ক তৈরির ফলে আগামীদিনে আরও উন্নতি হবে। শিল্পপতি সঞ্জয় বুধিয়া বলেন, আগামী ৫ বছরে বিনিয়োগ আরও বাড়বে। সিআইআই রাজ্য শাখার চেয়ারপার্সন সুচরিতা বসু বলেন, এরাজ্য দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় তৃতীয় স্থান অধিকার করেছে। তাই বিনিয়োগকারীরা এত উৎসাহী।
  • Link to this news (আজকাল)