• ভারতে 'অন অ্যারাইভাল' ভিসা হলে সুবিধে, আবেদন বাংলাদেশের নৌ প্রতিমন্ত্রীর
    ২৪ ঘন্টা | ০১ মার্চ ২০২৪
  • তথাগত চক্রবর্তী: বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতে প্রবেশের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার দাবি জানালেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) খালিদ মাহমুদ চৌধুরী। তার অভিমত চিকিৎসা, শিক্ষা-সহ বিভিন্ন কারণে জরুরি ভিত্তিতে ভারতে আসতে গেলে ভিসা পেতে খুব সমস্যা হয়। অন অ্যারাইভাল ভিসা চালু হলে সেই সমস্যা খানিকটা হলেও মিটবে। 

    বৃহস্পতিবার কলকাতার দ্য বেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির আত্মত্যাগ' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন খালিদ। অন অ্যারাইভাল ভিসার প্রয়োজনীয়তা তুলে ধরে এদিন মন্ত্রী বলেন, 'আমাদের অন অ্যারাইভাল ভিসা দরকার। অনেক সময় চিকিৎসা, শিক্ষা-সহ বিভিন্ন এমারজেন্সি ভিত্তিক কারণে ভারতে আসতে হয়। এই সময় অল অ্যারাইভাল ভিসা খুবই প্রয়োজন। কারণ অনেক সময় তার কারণে সংকট তৈরি হয়। দেখা গেছে চিকিৎসার জন্য যারা কলকাতা বা ভারতের অন্য জায়গায় যেতে হবে কিন্তু ভিসার কারণে আসা হয় আসা হয় না, সেক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ।' তাঁর আরও বক্তব্য, 'আমি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পদক্ষেপ নিচ্ছে। আগামী দিনে যদি অন অ্যারাইভাল ভিসা চালু হয়ে যায় আমাদের জন্য জন্য আরো সুবিধা হবে।' 

    এর কারণ হিসেবে তিনি বলেন 'আমরা জানি যে ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। এই চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের মানুষের জন্য প্রয়োজন। এখানে অনেক হাসপাতাল আছে যেখানে গেলে মনে হয় যে আমি বাংলাদেশেই আছি। সেই সঙ্গে এখানে খুব ভালো চিকিৎসা পরিষেবা রয়েছে।'ভিসা পদ্ধতি সহজের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর মত, 'ভারতের হাই-কমিশনারের কাছে আমরা এই ভিসা সরলীকরণের বিষয়ে একটা প্রস্তাব রেখেছি। আমরা এখন নৌ পথে যাতায়ত করছি। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত নৌ পথে প্রত্যেক দিন যাত্রী আসছে। আগামী ৩ মার্চ কলকাতা থেকে ঢাকার উদ্দেশে একটি জাহাজ যাবে। যত দিন যাচ্ছে তত এই নৌ পথে সাধারণ মানুষের কাছে যাতায়াত জনপ্রিয় হচ্ছে।' ৭১-এর যুদ্ধের কথা স্মরণ করে নৌপরিবহন প্রতিমন্ত্রীর অভিমত, 'মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ ৭১ সালে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার পক্ষে কাজ করছেন, শান্তির পক্ষে কাজ করছেন। ভারতকে কখনও আক্রমণাত্মক শক্তি হিসেবে বিশ্ব দেখেনি। ভারত সবসময় শান্তির পক্ষে কথা বলেছে। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়েছে এই ভারত থেকে। শান্তি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত যেভাবে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সেভাবে কাজ করছে, আমরাও সেভাবে এগিয়ে যাচ্ছি।' খালিদ মাহমুদ চৌধুর ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, অর্থনীতিবিদ ও পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী,  ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির বাজোরিয়া প্রমুখ। 

    অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লালন শিল্পী ফরিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা বংশী বাদক শিল্পী গাজী আব্দুল হাকিম।
  • Link to this news (২৪ ঘন্টা)