Lok Sabha Election 2024: নীতীশের প্রত্যাবর্তনে বিহারে 'মোদী ম্যাজিক'? না কি শক্তি প্রদর্শন তেজস্বীর? প্রকাশ্যে জনমত সমীক্ষার রিপোর্ট
এই সময় | ০১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের দামামা বাজার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কোমর বেঁধে নেমে পড়েছে প্রচার ময়দানে। লোকসভা নির্বাচনে কয়েক মাস আগে বিহারের রাজনীতিতে বড় পরিবর্তন দেখেছে জনগণ। ২০২২ সালে বিজেপি শাসিত NDA জোট ভেঙে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় এনে বৈঠক করাতেও উদ্যোগী হয়েছিলেন নীতীশ। কিন্তু 'ফাইনাল ম্যাচের' আগে হঠাৎই রংবদল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই সেই NDA-তে ঘরওয়াপসি। NDA শিবিরে ফিরে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। এই আবহে অনেকেরই মনে কয়েকটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। লোকসভা নির্বাচনে বিহারে কে বেশি আসন লাভ করবে? এনডিএ নাকি ইন্ডিয়া জোট কার ঝুলি ভরবে অধিক সংখ্য়ক আসনে? চমকপ্রদ রিপোর্ট উঠে এসেছে জি নিউজ ম্যাট্রিজের জনমত সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে NDA পেতে পারে ৩৭টি আসন। বিরোধী জোট ইন্ডিয়া পেতে পারে ৩টি আসন।বিহারের ভোটের শতাংশের হিসাব কষলে সমীক্ষা অনুযায়ী, NDA পেতে পারে ৫৩ শতাংশ ভোট। অন্যদিকে ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ৩১ শতাংশ ভোট। অন্যরা ১৬ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনী সমীক্ষায় অংশ নেওয়া সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল নীতীশ কুমারের দল বদলের ফলে আদৌ কি লাভ হল NDA-এর? এই প্রশ্নের উত্তরে সহমত নন রাজ্য়ের ২২ শতাংশ মানুষ। তাঁদের মতে NDA-তে যদি নীতীশ কুমারের জায়গা না হত অর্থাৎ নীতীশকে ছাড়াই NDA যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত তাহলে ৩০ থেকে ৩১টি আসন জয়ের সম্ভবনা ছিল।নীতীশ কুমারের জনপ্রিয়তা সম্পর্কে নির্বাচনী সমীক্ষায় অংশ নেওয়া জনগণের মতে, NDA-এর সঙ্গে পুনরায় হাত মেলানোর ফলে মুখ্য়মন্ত্রী নীতীশের জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়তে পারে। সমীক্ষায় রাজ্যের ৪১ শতাংশ মানুষের বিশ্বাস, এতে নীতীশ কুমারের জনপ্রিয়তা বাড়বে। ২১ শতাংশের বিশ্বাস কিছুটা হলেও সুবিধা হতে পারে। ২২ শতাংশ মানুষের মতে, নীতীশ কুমার এখনও পর্যন্ত একাধিকবার দল পরিবর্তন করেছেন। তাই তাঁর বিশ্বাসযোগ্যতা কমেছে। সেক্ষেত্রে এবারের দল বদল নীতীশের জনপ্রিয়তা বাড়াবে না বলে মনে করছে ২২ শতাংশ মানুষ। অন্যদিকে ২২ শতাংশ জনগণ মনে করেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। অন্যদিকে ৩ শতাংশ মানুষ উত্তর দিতে পারেননি।ইন্ডিয়া জোট গঠন-NDA-তে নীতীশ কুমারের প্রত্যাবর্তন ও মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্য়সভা নির্বাচনের ঠিক পরেই এই জনমত সমীক্ষা পরিচালিত হয়েছে। সমীক্ষায় ৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি মধ্যে প্রশ্ন করা হয়েছিল বিহারের মানুষের কাছে।উল্লেখ্য়, নির্বাচনে আগে জনমত সমীক্ষার মাধ্যমে মানুষের মনোভাব কী তার একটা ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু ভোট শতাংশকে আসনে রূপান্তরিত করার প্রক্রিয়াটি জটিল। এবং এটা প্রায় কখনওই ত্রুটিমুক্ত হয় না। যে কারণে জনমত এবং বুথ ফেরত সমীক্ষা অনেক সময়ই মেলে না। কিন্তু সমীক্ষার ফল না-মিললেও ভোটারদের মনোভাব আঁচ করার ক্ষেত্রে এই ধরনের সমীক্ষার গুরুত্ব স্বীকার করা হয় সর্বত্রই।