• BJP Lok Sabha Candidate List : লোকসভা ভোটের প্রার্থীতালিকায় কোন কোন হেভিওয়েট? শাহ-নাড্ডাকে নিয়ে রাত ৩টে পর্যন্ত বৈঠক মোদীর
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • ২০২৪ লোকসভা নির্বাচন 'কেকওয়াক' নয় তা অনুমান করা যাচ্ছে শাসক-বিরোধী দুই শিবিরের প্রস্তুতি পর্ব দেখে। প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠক করলেন খোদ নরেন্দ্র মোদী। কোন রাজ্যে কত আসনে জেতার সম্ভাবনা এই নিয়ে কাটাছেঁড়ার সঙ্গেই নতুন মুখ, পরাজিতদের টিকিট দেওয়া হবে কি না, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। প্রাথমিকভাবে ২০টি রাজ্যের প্রার্থীতালিকা নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক সেরেছেন বলে খবর। মিলেছে তাঁর সবুজ সংকেতও। ফলে পদ্ম শিবিরের প্রথম ধাপের প্রার্থীদের নাম ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।মধ্যরাত পর্যন্ত বৈঠক নমোরসূত্র মারফত জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই সাড়ে ৩৫০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলবে BJP। ইতিমধ্যেই একাধিক প্রার্থীর নামে সিলমোহর দিয়েছেন নরেন্দ্র মোদী। এই মর্মে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তিনি দলীয় বৈঠকে যোগদান করেন। আর সে বৈঠক শেষ হয় মধ্যরাত ৩টে নাগাদ। এর পাশাপাশি কেবলমাত্র দুই বিশ্বস্ত সৈনিক জে পি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে আলাদা করে নিজের বাসভবনে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী।কোন কোন রাজ্য ফোকাসে?উল্লেখ্য, বারাণসী আসন থেকেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে লড়তে চলেছেন নরেন্দ্র মোদী। খবর এমনটাই। এ ছাড়াও অমিত শাহের গান্ধীনগর, রাজনাথ সিংয়ের লখনউয়ের মতো হেভিওয়েট আসনগুলির সমীকরণ এবং জয়ের ব্যবধান নিয়েও আলোচনা সেরেছেন নমো। প্রথম ধাপের তালিকায় থাকতে পারে এই আসনগুলি। মূলত ফোকাসে রয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, কেরালা, তেলঙ্গানা, রাজস্থান, গোয়া, গুজরাটের মতো রাজ্যের আসনগুলি। আপাতত আলোচনা স্থগিত রয়েছে পঞ্জাব, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং তেলঙ্গানার প্রার্থীতালিকা নিয়ে আলোচনা। অকালি দল, তেলগু দেশম পার্টি, জনসেবা এবং AIADMK-এর মতো দলগুলিকে জোটে সামিল করার জন্য প্রচেষ্টা চলছে গেরুয়া শিবিরের তরফে।কী ভাবে বাছা হচ্ছে প্রার্থী?সার্ভের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হচ্ছে বলে খবর। একটি করে আসনের জন্য তিনটি করে নাম ভাবা হয়েছে এবং তার মধ্যে থেকে জেতার সম্ভাবনা যার সবচেয়ে বেশি, তাঁকে বেছে নেওয়া হচ্ছে। এ ছাড়াও জনতার মতামত, অন্তর্বর্তী মূল্যায়ন, উচ্চস্তরীয় স্ট্র্যাটেজিক আলোচনার মাধ্যমে প্রার্থীদের নাম বাছা হচ্ছে। নমো অ্যাপের মাধ্যমে তৃণমূল স্তরের মানুষদের থেকে মতামত জানতে চাওয়া হয়েছে। দলে দলে ভোটার সেখানে ফিডব্যাক দিয়েছেন।
  • Link to this news (এই সময়)