• Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও ১, রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেফতার ISF নেত্রী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
  • Sandeshkhali Case:

    সন্দেশখালিতে অশান্তি পাকানোর অভিযোগে আরো এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে নিউটাউনের আবাসন থ্কে ISF রাজ্য কমিচির সদস্যা জুবি সাহাকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। এর আগেও সন্দেশখালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ISF-এর আর এক নেত্রী আয়েষা বিবিকে পুলিশ গ্রেফতার করেছিল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)