বেপাত্তা থাকার ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। যা নিয়ে গতকাল দিনভর চলেছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল (TMC) কংগ্রেস নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। অভিজ্ঞ মহলের মতে, প্রায় ২ মাস প্রমাণ লোপাটের পক্ষে কম সময় নয়। তবে সব প্রমাণ লোপাট হয় না অপরাধ করলে কিছু কিছু প্রমাণ অজান্তে থেকে যায়। এক্ষেত্রে শাহজাহান অনেকটা সময় পেয়েছেন। তারওপর আজ শুক্রবার এরাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi)। তাঁর ভাষণে সন্দেশখালি বা শাহজাহান ইস্যু থাকবে, কিন্তু গ্রেফতার হয়নি একথা বলা যাবে না।