• ‌ ঢাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৪৩
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের রাজধানী ঢাকায় বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে মৃত অন্তত ৪৩ জন। আহত অন্তত ৪০ জন। তারা হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঢাকার দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঢাকার বেইলি রোডে অবস্থিত একটি সাততলা ভবনে আগুন লাগে। বাড়িটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হত। ওই বহুতলটিতে খাবারের দোকান ছাড়াও জামাকাপড়, মোবাইল এবং অন্যান্য দোকান ছিল। বহুতলটির দ্বিতলে একটি বিরিয়ানির দোকান ছিল। আগুন লাগার খবর পেতেই একে একে ঘটনাস্থলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। প্রায় দু’‌ঘণ্টার চেষ্টায় রাত ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর শুরু হয় উদ্ধারকাজ। দমকল জানিয়েছে, আগুন প্রথমে বহুতলের এক ও দুইতলায় লাগে। আগুন ক্রমশ উপরের দিকে ছড়িয়ে পড়ে। বহুতলে অনেকেই আটকে পড়েন। বহুতলটির ভিতর থেকে ৭৫ জনকে জীবিত অবস্থায় বাইরে বের করে আনা হয়। এদের মধ্যে ৪০ জন হাসপাতালে ভর্তি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। দমকলের তরফে জানানো হয়েছে, বহুতলটিতে একাধিক রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। 
  • Link to this news (আজকাল)