• রামকৃষ্ণ মিশনে দু'দিন ব্যাপী লোকসংগীত উৎসব
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শহরে বসন্ত এসেছে। সেই আমেজেই আয়োজন লোকসংগীত উৎসবের। ১ এবং ২ মার্চ, শুক্রবার এবং শনিবার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কে দু" দিন ধরে চলবে এই উৎসব। শুক্রবার বিকেল ৪টায় সূচনা উৎসবের। উদ্বোধক বাউল সম্রাট পূর্ণ দাস বাউল। উপস্থিত থাকবেন সুখবিলাস বর্মা , গৌতম ঘোষ, স্বামী সুপর্ণানন্দ সহ বিশিষ্ট জনেরা। শুক্রবার ঝুমুর পরিবেশন করবেন কিরীটি মাহাত এবং ভাস্কর রায়, সুরের মূর্ছনা ছড়াবে অরিন্দম গাঙ্গুলির গলায় লোকসংগীত, ফকিরি গানে থাকবেন মনসুর ফকির এবং লালনগীতি পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী ফরিদা পারভীন। দ্বিতীয় দিন, শনিবার, বিকেল ৫টা থেকে অনুষ্ঠান। রয়েছে ভাওয়াইয়া, রাধারমণের গান, ভাটিয়ালি ও বিচ্ছেদী গান, বাউল এবং লোকসংগীত। পবন দাস বাউল, চন্দনা মজুমদার, ড. তপন রায়, বিনয় বর্মন, পিঙ্কি বর্মন এবং বাংলাদেশের শিল্পী দেবদাস চৌধুরী ভিন্ন ধারার গান পরিবেশন করবেন এদিন।
  • Link to this news (আজকাল)