• Sheikh Shahjahan News: 'বারবার এক প্রশ্ন করবেন না', হেফাজতেও 'ফোঁস' শাহজাহানের
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • আদালতে প্রবেশের সময় শাহজাহানের 'মেজাজ' নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র চর্চা শুরু হয়েছে। সন্দেশখালির ঘটনা ঘটে যাওয়ার ৫৫ দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েন সন্দেশখালির শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু, গ্রেফতারির পর তাঁকে যখন আদালতে তোলা হয় সেই সময় তাঁর হাবভাবে চিন্তার লেশমাত্র ছিল না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সূত্রের খবর, হেফাজতেও নাকি 'মেজাজে' রয়েছেন শেখ শাহজাহান। CID-র সঙ্গে তিনি তদন্তে সহযোগিতা করছেন না। জানা গিয়েছে, কার্যত মুখে কুলুপ এঁটেছেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। শুধু তাই নয়, একটি সূত্র দাবি করছে, তদন্তকারীদের এক প্রশ্ন বারবার না করার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।উল্লেখ্য, বৃহস্পতিবার গ্রেফতারির পরই সাসপেন্ড করা হয় শেখ শাহজাহানকে। সন্দেশখালির এই নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করেছে দল। তাঁকে সমস্ত দলীয় পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে। তবে তিনি যে সরকারি পদে রয়েছে সেগুলির ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। তা নিয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।প্রসঙ্গত, সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিলেন ED আধিকারিকরা। সেখানেই তাঁদের উপর হামলা করার অভিযোগ উঠেছিল শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। এরপর থেকেই তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। একের পর এক ঘটনাক্রম দেখা যায় সেখানে।উঠে আসে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা থেকে শুরু করে অজিত মাইতির নামও। সন্দেশখালির মহিলারা সামনে এসে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন। নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয় উত্তম-শিবু এবং অজিতকে।কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে উঠছিল একাধিক প্রশ্ন। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে যে কোনও এজেন্সি। অর্থাৎ ED-CBI-এর গ্রেফতারির ক্ষেত্রেও কোনও বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।Kunal on Shahjahan Arrest:গ্রেফতার শেখ শাহজাহান, অভিষেককেই কৃতিত্ব কুণালেররাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হন শেখ শাহজাহান। সূত্রের খবর, হেফাজতে থাকা শাহজাহান ঠিকমতো খাবার খাচ্ছেন না। তিনি বৃহস্পতিবার রাতে ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লক আপে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (এই সময়)