Mamata Banerjee Meets PM Modi : বাংলায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? রাজভবনে মোদী-মমতা বৈঠক নিয়ে জল্পনা
এই সময় | ০১ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের আগে আজ, শুক্রবার রাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার আরামবাগে সভা রয়েছে তাঁর। তবে এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আরামবাগ থেকে সভা সেরে ফেরার পর রাজভবনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তাঁর।দুদিনের সফরে শুক্রবার রাজ্যের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি আরামবাগে সভা রয়েছে তাঁর। বেলা তিনটে নাগাদ সভা রয়েছে তাঁর। জানা গিয়েছে, সভা শেষ করে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের জল্পনা তৈরি হয়েছে।ভোটের আগে দীর্ঘ কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে, একশো দিনের কাজের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য সরকার। এমন আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।এই বৈঠক নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন জানান, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে দেশের প্রশাসনিক প্রধান কোনও বৈঠক করতেই পারেন। দুজনের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ হতেই পারে। এখানে নতুন করে জল্পনার কিছু নেই। দুই প্রশাসনিক প্রধানের মধ্যে কী বিষয় আলোচনা হবে, সেটা জানা কখনই সম্ভব নয়। অন্যদিকে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য একটি সংবাদ মাধ্যমে জানান, দুই প্রশাসনিক প্রধানের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের প্রথম আজ থেকেই প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় ৪০০ আসনের লক্ষ্যে বিজেপির অন্যতম পাখির চোখ বাংলা। মার্চের শুরু থেকেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বাংলা সফরে এসে প্রচার পর্ব শুরু করছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত রাজ্যের বিজেপি কর্মী, সমর্থকরা।অন্যদিকে, মোদীর সফরের মাঝেই পালটা প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যাস ট্যাগ দিয়ে ‘আয়ে হো তো বতাকে যাও’ শীর্ষক একটি প্রচার শুরু হয়েছে। সেখানে আবাস যোজনার বকেয়া অর্থ কবে মিলবে? সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে তার মাঝেই দুই শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হওয়া নিয়ে বেড়ে উঠেছে জল্পনা।