BJP Candidate List: লোকসভা ভোটে জয়ীরাই তুরুপের তাস না নতুন মুখ! শুক্রেই বাংলায় প্রার্থী ঘোষণা BJP-র? জল্পনা
এই সময় | ০১ মার্চ ২০২৪
পদ্ম প্রার্থী কারা? 'তারকা'-দের মধ্যে 'খাঁটি হিরে' খুঁজে বার করতে শুক্রবার গভীর রাত পর্যন্ত আলোচনা চলল বিজেপির সদর দফতরে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি চুলচেরা বিশ্লেষণ করেছে। কার রাজনৈতিক CV কতটা 'হেভি' বা ভারী, তা নিয়েও চলে দীর্ঘ চর্চা। রাত ১১ টা নাগাদ সেই বৈঠকে যোগদান করেন নরেন্দ্র মোদী।রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি গেরুয়া শিবিরের পক্ষ থেকে।এদিকে প্রার্থী নিয়ে এই আলোচনার মধ্যেই বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আরামবাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কালীপুরে স্পোর্টস কমপ্লেক্স ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা।প্রার্থী তালিকা নিয়ে আলোচনার পর নরেন্দ্র মোদীর বঙ্গ সফর এবং তাঁর বাংলায় ‘নাইট স্টে’ নিয়ে রীতিমতো চর্চা চলছে। গেরুয়া শিবিরের অন্দরেই জোর ফিস ফাস, তবে কি প্রার্থীদের নিয়ে কোনও বার্তা দিতে পারেন মোদী? তাঁর বঙ্গ সফরের মধ্যেই কি দলীয় তরফে বাংলার কোনও কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হবে? তা নিয়ে চলছে জোর চর্চা। যদিও প্রকাশ্যে ‘স্পিকটি নট’ বঙ্গ বিজেপি নেতৃত্ব।Lok Sabha Election 2024 : দেওয়াল লিখনে সুবীর-গৌতম-ইন্দ্রনীল, বাদ লকেটইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় সরাসরি জানিয়েছেন, লোকসভার সৈনিক হিসেবে তিনি নিজেকে দেখছেন। এরই মধ্যে আবার লকেট চট্টোপাধ্যায়ের নাম বাদ দিয়ে হুগলির দেওয়াল লিখনে উঠে এসেছে তিন 'কাঙ্খিত প্রার্থী'-র নাম। তাঁরা হলেন, 'সুবীর নাগ, গৌতম চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল চৌধুরী।আর এই হঠাৎ করে ভেসে আসা নাম এবং দেওয়াল লিখনে তীক্ষ্ণ নজর বঙ্গ গেরুয়া শিবিরের। হুগলি কেন্দ্র থেকে শেষমেশ কে প্রার্থী হন, সেই দিকে নজর সমস্ত মহলের। এদিকে মোদীর বঙ্গ সফরের মধ্যেই কি BJP-র প্রার্থী তালিকা ঘোষণা করা হবে? এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপির নির্দিষ্ট কর্মপদ্ধতি রয়েছে। লোকসভা এবং বিধানসভার প্রার্থীদের নাম বিবেচনা করে আমাদের সংসদীয় বোর্ড। তা ঘোষণা করা হয় দিল্লি থেকে। দূর দূর পর্যন্ত বঙ্গ বিজেপির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’বাংলায় তাপমাত্রা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রাজনৈতিক পারদও। এখন দেখার মোদীর বঙ্গ সফরে কী কী চমক থাকে?