Lok Sabha Election : 'তামিলনাড়ু থেকে লড়ুন!' জয়শংকর-সীতারমনকে চ্যালেঞ্জ AIADMK-র
এই সময় | ০১ মার্চ ২০২৪
নির্মলা সীতারমন এবং সুব্রহ্মণ্যম জয়শংকরের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এবার নির্মলা এবং জয়শংকরকে তামিলনাড়ু থেকে প্রার্থী করার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এআইএডিএমকে। দুই মন্ত্রীকে প্রার্থী করা হলে, বিজেপির প্রতি তামিল জনগণের মনোভাব স্পষ্ট হয়ে যাবে বলে দেওয়া হয়েছে বার্তা।সম্প্রতি তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইয়কে নিয়ে কেন্দ্রের শাসক দলের সঙ্গে এআইএডিএমকের বিরোধ চরমে ওঠে। এরপরেই এনডিএ জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল তামিল দলটি। কয়েকদিন আগে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে দিয়েছিলেন ইঙ্গিত। কর্নাটক থেকে প্রার্থী করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।এদিকে, তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে এআইএডিএমকের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে বিজেপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এআইএডিএমকে নেতা কেপি মুনুস্বামী। জয়শংকর এবং সীতারমনকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলে, তামিলনাড়ুর যেকোনও কেন্দ্র প্রার্থী করার জন্য পদ্ম শিবিরের প্রতি আবেদন জানিয়েছেন।বিজেপির প্রতি তামিল মানুষের ক্ষোভ কোন পর্যায়ে, তা প্রার্থী করা হলে টের পাবে বলে দিয়েছেন বার্তা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বর্তমানে বিদেশমন্ত্রী এস জয়শংকর গুজরাট এবং সীতারমন কর্নাটক থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। যদিও পরে নিজের বক্তব্য থেকে সরে এসেছিলেন প্রহ্লাদ জোশী। দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে দিয়েছিলেন সাফাই।এখানেই থেমে থাকেননি এআইএডিএমকে নেতা মুনুস্বামী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানকে লোকসভায় দাঁড় না করিয়ে কেন রাজ্যসভার সাংসদ করা হল, তা নিয়েও তুলেছেন প্রশ্ন। হারার ভয়ে মুরুগানকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে এআইএডিএমকে সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছিল বিজেপি। নির্বাচনে ভরাডুবি হয় এনডিএ জোটের। প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইভিকেএস ইলানগোভানকে হারিয়ে একটি আসন জিতেছিল তামিলনাড়ুর প্রধান বিরোধী দল।বর্তমানে বিজেপির সঙ্গে জোট ভেঙে যাওয়ায় একলা চলো নীতি নিয়েছে এআইএডিএমকে। তবে, লোকসভা নির্বাচনে পিএমকের সাথে জোট করে লড়াইয়ের প্রস্তুতি চালাচ্ছে তারা। তামিলনাড়ুর পশ্চিম অঞ্চলে পিএমকে যথেষ্ট শক্তিশালী।