Rameshawaram Cafe Explosion: বিস্ফোরণে কেঁপে উঠল বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে, আহত ৪
এই সময় | ০১ মার্চ ২০২৪
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। বিস্ফোরণে চার জন আহত হয়েছেন বলে খবর। ক্যাফেটির হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই বিস্ফোরণের নেপথ্য কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।সূত্রের খবর, আহতদের মধ্যে তিন জন কর্মী ও একজন ক্রেতা। প্রাথমিক ভাবে যা খবর পাওয়া যাচ্ছে সেই মোতাবেক, ব্যাগের মধ্যে থাকা একটি জিনিস ফেটেই বিস্ফোরণ। দুপুর ১টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার। এই ক্যাফেটি বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় খাবারের দোকানের একটি। প্রতিদিন এখানে বহু গ্রাহক ভিড় করেন।হোয়াইটফিল্ড দমকল স্টেশনের তরফে জানানো হয়েছে, 'রামেশ্বরম ক্যাফেতে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছন দমকল কর্মীরা। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হতে পারে। কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।' এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। আহতদের হাসপাতালের ভর্তি করা হয়েছে।২০২১ সালে এই ক্যাফেটে প্রতিষ্ঠা করেন দিব্যা রাঘবেন্দ্র রাও ও রাঘবেন্দ্র রাও। প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মস্থানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামটি বেছে নেওয়া হয় ক্যাফের নাম হিসেবে।খবরটি সবেমাত্র এসেছে। বিস্তারিত খবর আসছে। রিফ্রেস করুন।