• BJP Candidate List 2024 Live : কিছুক্ষণের মধ্যেই লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী ঘোষণা বিজেপির? তালিকায় চমকের পর চমক
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের আগে প্রথম ধাপের প্রার্থীতালিকা ঘোষণা BJP-র। ১৬টি রাজ্যের ১০০ আসনে এই প্রার্থীদের নাম বেছে নিয়ে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার মধ্যরাত ৩টে পর্যন্ত প্রধান দুই সৈনিক অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেই বৈঠকের মূলত ১০০ জন প্রার্থীর নামে সবুজ সংকেত দিয়েছেন নরেন্দ্র মোদী।LIVE UPDATE প্রথম ধাপের প্রার্থীতালিকায় একাধিক বড় চমক রাখতে পারে গেরুয়া শিবির গুরুদাসপুর থেকে লড়়তে পারেন ক্রিকেটার যুবরাজ সিং চাঁদনি চক আসন থেকে টিকিট পেতে পারেন অভিনেতা অক্ষয় কুমারকোন কোন রাজ্যের প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাবনা?BJP-র কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে ১৬টি রাজ্যের নানা কেন্দ্রের গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীদের নাম ঝাড়াই বাছাই করা হয়েছে। ইতিমধ্যেই সেই চূড়ান্ত নামের তালিকায় সিলমোহর দিয়েছেন নমো। বৈঠকে যে ১৬টি রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে গোয়া, অসম, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, জম্মু ও কাশ্মীর, মধ্য প্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, দিল্লি, তেলঙ্গানা এবং চণ্ডীগড়।
  • Link to this news (এই সময়)