আয় কমেছে কংগ্রেস ও CPIM-এর, ফুলে ফেঁপে বিজেপির ভাণ্ডার! লোকসভা ভোটের আগে প্রকাশ্যে হিসেব
এই সময় | ০১ মার্চ ২০২৪
লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড বাতিল করে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট। এবার দেশের ছ'টি রাজনৈতিক দল ভোটের আগে আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করল। ২০২২-২৩ অর্থবর্ষে ছয় রাজনৈতিক দলের মোট আয় ৩ হাজার ৭৭ কোটি টাকা। এই তালিকায় রয়েছে কেন্দ্রের শাসকদল BJP। তাদের মোট আয় ২ হাজার ৩৬১ কোটি টাকা। যা দেশের মধ্যে সর্বাধিক। ছয় রাজনৈতিক দলের মোট আয়ের ৭৬.৭৩ শতাংশই গেরুয়া শিবিরের।এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। নির্বাচন কমিশনে সংস্থার পেশ করা রেকর্ড অনুযায়ী, BJP-র পরেই স্থান কংগ্রেসের। তাদের আয়ের পরিমাণ ৪৫২.৩৭৫ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবর্ষে ছয় রাজনৈতিক দলের প্রকাশিত মোট আয়ের ১৪.৭০ শতাংশ।BJP এবং কংগ্রেস ছাড়া বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এবং CPIM-ও তাদের আয়ের পরিমাণ ঘোষণা করেছে।কোন দলের আয়ের পরিমাণ কত?