• Two Child Law: 'দুইয়ের বেশি বাচ্চা অর্শ', পঞ্চায়েত সিরিজের বিখ্যাত ডায়ালগের বাস্তব ঘটনা রাজস্থানে! সুপ্রিম কোর্ট বলল...
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • দুই সন্তান রয়েছে? তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে কিন্তু একটা বিষয় মনে রাখুন। দুই সন্তানের বেশি সন্তান থাকলে কিন্তু সরকারি চাকরি পাবেন না। এমনই নিয়ম চালু হতে চলেছে এক রাজ্যে। সুপ্রিম কোর্টের তরফেও সিলমোহর দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে। এই নিয়ম অনুযায়ী, কোনও দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকলে গ্রহণযোগ্য হবেন না সরকারি চাকরির জন্য। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ২১ বছর আগেই রাজস্থানে এই নীতি চালু হয়েছে। দুইয়ের বেশি সন্তান থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। এবার রাজস্থানে সরকারি চাকরি আবেদন করার ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য হবে।রাজস্থানে চালু হতে চলেছে এই নিয়ম। তবে এই আইন আজকের নয়, বহু পুরনো এই আইন। সম্প্রতি ১৯৮৯ সালে এই আইনে দেশের শীর্ষ আদালত স্বীকৃতি দিয়েছে। এই আইনের বিরুদ্ধে পিটিশন দাখিল হয়েছিল। সেই পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, এই আইন মোটেও বৈষম্যমূলক নয়।গত ২০ ফেব্রুয়ারি রাজস্থান সরকারে এই সিদ্ধান্তে স্বীকৃতি দেওয়া হয় বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে। ২০২২ সালের রাজস্থান হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয়। শীর্ষ আদালতের তরফে বলা হয়,'এই আইন নীতির পরিধির অন্তর্গত। বিষয়টিতে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।'উল্লেখ্য়, ২০১৭ সালে ভারতীয় সেনা বাহিনী থেকে মামলাকারী রামজি লাল জাট অবসর নেন। এরপর ২০১৮ সালে তিনি রাজস্থান পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেছিলেন। কিন্তু তাঁর সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। রাজস্থান পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিস রুলস ১৯৮৯ অনুযায়ী তাঁর আবেদন বাতিল হয়। জানানো হয়, যেহেতু ২০০২ সালের ১ জুনের পর তাঁর দুইয়ের বেশি সন্তান হয়েছে তাই তিনি আবেদন করতে পারবেন না সরকারি চাকরির জন্য়। আবেদন বাতিল হওয়ায় রাজস্থান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান।রাজস্থান হাইকোর্টেও তাঁর আবেদন বাতিল হয় ও সরকারের আবেদন বাতিলের সিদ্ধান্তকেই বৈধ বলা হয়। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান দ্বারস্থ হন শীর্ষ আদালতের। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতেও ধাক্কা খান তিনি। ওই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণে বলা হয় এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট সিলমোহর দেওয়ায় এবার রাজস্থানে কোনও দম্পতির দুইয়ের অধিক সন্তান থাকলে তাঁরা সরকারি চাকরির জন্য গ্রহণযোগ্য হবেন না। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এর আগেও পরিবার পরিকল্পনা ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে একই নিয়মে মান্যতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ধরনের নিয়মের পক্ষে সবচেয়ে বড় যুক্তি হল জনসংখ্যা নিয়ন্ত্রণ।
  • Link to this news (এই সময়)