• BJP Lok Sabha Candidate List : বাজল লোকসভা ভোটের বাদ্যি! শুক্রেই ১০০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, তালিকায় বাংলাও?
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের আগে শুক্রবারই প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে BJP। সূত্রের খবর, শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে ১০০ জনের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার মধ্যরাত ৩টে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানেই প্রথম ধাপের প্রার্থী তালিকা নিয়ে তাঁর তরফ থেকে সবুজ সংকেত মিলেছে বলে খবর।বারাণসী থেকে নরেন্দ্র মোদী, গান্ধীনগর থেকে অমিত শাহ সহ একাধিক হেভিওয়েট এবং প্রথম সারির BJP প্রার্থীদের নাম থাকতে পারে শুক্রবারের তালিকায়।কোন কোন রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণার সম্ভাবনা?BJP-র কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে ১৬টি রাজ্যের নানা কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে। এই রাজ্যগুলির মোট ১০০টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই সেই চূড়ান্ত নামের তালিকায় সিলমোহর দিয়েছেন নমো। বৈঠকে যে ১৬টি রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে গোয়া, অসম, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, জম্মু ও কাশ্মীর, মধ্য প্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, দিল্লি, তেলঙ্গানা এবং চণ্ডীগড়। এর মধ্যে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়কে বিশেষভাবে ফোকাসে রাখা হয়েছে।২০১৯ সালে লোকসভা নির্বাচনের ফলযে ১৬টি আসনের প্রার্থীদের নাম বাছা হয়েছে তার মধ্যে মোট ৩০১টি লোকসভা কেন্দ্র রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ১৬ রাজ্যের ৩০১টি আসনের মধ্যে ২০১টিতে জয় পেয়েছিল BJP। কেরালা একমাত্র রাজ্য ছিল যেখানে BJP কোনও আসন পায়নি। পশ্চিমবঙ্গে ২ থেকে বেড়ে ১৮টি আসন পায় পদ্ম শিবির। এ ছাড়া গুজরাটে ২৬টি, ত্রিপুরায় ২টি, উত্তরাখণ্ডে ৫টি, চণ্ডীগড়ে ১টি, দিল্লিতে ৭টি আসনে জয় পায় BJP। রাজস্থানে ২৫টির মধ্যে ২৪টি আসন, মধ্য প্রদেশে ২৯টির মধ্যে ২৮টি আসন, ঝাড়খণ্ডে ১৪টির মধ্যে ১২টি আসন, ছত্তিশগড়ে ১১টির মধ্যে ৯টি আসন পদ্ম শিবিরের খাতায় যায়। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতেছিল BJP। অসমে ১৪টির মধ্যে ৯টি, গোয়ায় ২টির মধ্যে ১টি, জম্মু ও কাশ্মীরে ৬টির মধ্যে ৩টি, তেলঙ্গানায় ১৭টির মধ্যে ৪টি আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির।
  • Link to this news (এই সময়)