দিল্লি-উত্তর প্রদেশের পর মহারাষ্ট্রেও ইন্ডিয়া জোটের ডিল ডান! কোন সমীকরণে আসন রফা?
এই সময় | ০১ মার্চ ২০২৪
দিল্লি, উত্তর প্রদেশের পর এবার ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত হল মহারাষ্ট্রে। জানা গিয়েছে, মহা বিকাশ অঘাড়ি জোট ইতিমধ্যেই আসন নিয়ে রফা সেরে ফেলেছে।
মহারাষ্ট্রের ইন্ডিয়া জোটের ডিল ডান!সূত্র মারফত খবর, উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে ২০টিতে লড়বে। ১৮টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস এবং শরদ পাওয়ারের NCP ১০টি আসনে প্রার্থী দাঁড় করাবে। এ ছাড়াও জানা গিয়েছে, বঞ্চিত বহুজন অঘাড়ি নামে একটি আঞ্চলিক দল প্রথমে পাঁচটি আসনের দাবি জানিয়েছিল তবে উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর থেকে দু'টি আসন পাচ্ছে। পাশাপাশি নির্দল প্রার্থী রাজু শেট্টিকে সমর্থন করবে শরদ পাওয়ারের NCP গোষ্ঠী। মুম্বইয়ের ছয়টি আসনের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনার ঝুলিতে যাচ্ছে চারটি আসন। উত্তর পূর্ব মুম্বই আসনটি দেওয়া হতে পারে বঞ্চিত বহুজন অঘাড়ি দলকে।
শোনা যাচ্ছিল, ৩৯টি আসনে সমঝোতা মোটামোটি পাকা হলেও জট রয়েছিল মুম্বইয়ের দক্ষিণ মধ্য এবং উত্তর পশ্চিম আসন নিয়ে। এই আসনগুলির দাবি এসেছেন কংগ্রেস এবং শিবসেনা উভয় পক্ষ থেকেই। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাহুল গান্ধী উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে দীর্ঘক্ষণ আলোচনার পর সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে খবর।
২০১৯ সালে কী ফল?২০১৯ সালের লোকসভা ভোটে BJP-র সঙ্গে জোটে থাকা অবিভক্ত শিবসেনা ২৩টি আসনে লড়ে ১৮টিতে জয় পেয়েছিল। এর মধ্যে ছিল মুম্বইয়ের দক্ষিণ মধ্য এবং উত্তর পশ্চিম। কংগ্রেস ২৫টি আসনে লড়ে জিতেছিল কেবলমাত্র চন্দ্রপুর আসনটি। ১৯টি আসনে লড়ে অবিভক্ত NCP জিতেছিল চারটি। এদিকে ২৫টি আসনে লড়ে BJP-র ঝুলিতে গিয়েছিল ২৩টি আসন।
এ বছর BJP-র সঙ্গে জোটে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের NCP। উল্লেখ্য, উত্তর প্রদেশের খেলা ঘুরিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি নিজে অখিলেশ যাদবকে ফোন করে আসন সমঝোতা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন বলে সূত্র মারফত জানা যায়। আর শরদ পাওয়ার আর উদ্ধব ঠাকরেকে ফোন করেন খোদ রাহুল গান্ধী। ২০১৯ সালের পর ভেঙে দু'টুকরো হয়ে যাওয়া NCP এবং শিবসেনা গোষ্ঠীকে নিয়ে মহারাষ্ট্রের এই বিরোধী জোট ২০২৪ সালে কেমন ফল করতে পারে, তা নিয়ে চলছে হিসেব নিকেশ।