• দেগঙ্গা ব্লকে রাস্তার কাজ শুরু নবান্নের অনুমোদনে
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • বেহাল রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই জেরবার হচ্ছিলেন দেগঙ্গা ব্লকের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও সুরাহা হচ্ছিল না। শেষে রাস্তা সংস্কারের দাবি নিয়ে ফোনে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। তাতে ফলও মিলল হাতেনাতে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথশ্রী ৩ প্রকল্পে দেগঙ্গা ব্লকে একসঙ্গে ২৭টি রাস্তার অনুমোদন দিয়েছে নবান্ন।
    বুধ এবং বৃহস্পতিবার মিলিয়ে এই ২৭টি রাস্তার কাজ শুরুর উদ্বোধন হয়। কাজও শুরু হয়ে গিয়েছে। রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ, ব্লক আধিকারিক ফুয়াদ আলিম, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা দাস মণ্ডল।
    পথশ্রী ৩ প্রকল্পে মোট ১০ কিলোমিটার রাস্তার জন্য খরচ হবে ৬ কোটি টাকা। রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি দেগঙ্গা ব্লকের বাসিন্দারা।দেগঙ্গা ব্লকে রয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত। প্রায় সব পঞ্চায়েত এলাকায় ছিল কাঁচা বা ইটের রাস্তা। সংস্কারের অভাবে সে সব রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। গ্রামের বাসিন্দাদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়। বেহাল রাস্তার জন্য স্কুলে যেতেও সমস্যা হয় ছাত্রছাত্রীদের।
    ইট বা কাঁচা রাস্তার পরিবর্তে গ্রামের বাসিন্দারা সুষ্ঠু ভাবে চলাচলের জন্য ঢালাই রাস্তার দাবি করেন। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেন গ্রামের বাসিন্দারা। আর তাতেই শেষ পর্যন্ত কাজ হয়। পথশ্রী ৩ প্রকল্পের মাধ্যমে কাজও শুরু হয়েছে।পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, গ্রামের ২৭টি রাস্তার ১০ কিলোমিটার ঢালাই রাস্তা হবে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অভূতপূর্ব। একসঙ্গে ২৭টি রাস্তার কাজ শুরু হয়েছে। সবকটি ঢালাই রাস্তা হবে। এর ফলে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতে আর কোনও সমস্যা হবে না।’
  • Link to this news (এই সময়)