আড়ালে থাকা পর্যটনকেন্দ্র চেনাতে কার্নিভাল পাহাড়ে
এই সময় | ০১ মার্চ ২০২৪
ম্যাল, কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল বা টয় ট্রেনের আড়ালে থাকা পর্যটনকেন্দ্রগুলিকে তুলে ধরতে আজ থেকে তিন দিনের বেঙ্গল হিমালয়ান কার্নিভালের শুরু হচ্ছে পাহাড় ও ডুয়ার্সে। রাজ্য সরকার, জিটিএ ও হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নেটওয়ার্ক হাত মিলিয়েছে এই উৎসবে। কার্নিভালের মাধ্যমে আড়ালে থাকা পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বজুড়ে তুলে ধরতে চাইছে তারা।
এপ্রিল থেকেই উত্তরবঙ্গে পর্যটন মরশুম শুরু হয়ে যাবে। ইংরেজি মাধ্যম স্কুলগুলির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় মার্চ মাস থেকেই পাহাড়ে বুকিং বাড়ছে। কিন্তু পর্যটকদের পরিচিত মিরিক, ঝোলুং, জলঢাকা কিংবা ডুয়ার্সের লাটাগুড়ি ক্রমশ চোখের আড়ালে চলে যাচ্ছে। ঝোলুং কিংবা জলঢাকায় আজকাল সেভাবে পর্যটকেরা যান না বললেই চলে।মিরিক পর্যটকদের কাছে কয়েক ঘণ্টার স্টপেজ। দার্জিলিং যাওয়া কিংবা আসার পথে গাড়ি দাঁড় করিয়ে এক কাপ চা খেতে খেতে মিরিক লেকের সৌন্দর্য দেখা। অথচ মিরিকের পাশেই রয়েছে প্রতিবেশী দেশ নেপাল। মিরিকে সুন্দর কিছু কমলালেবুর বাগান রয়েছে। পাহাড়ে অর্গানিক চা বাগান দেখতে হলে মিরিকেই যেতে হবে। বেশ কিছু ট্রেকিং রুটও রয়েছে।
কিন্তু অধিকাংশ পর্যটক নতুন জায়গার সন্ধানে খোঁজখবর করলেও মিরিক সম্পর্কে তাঁদের কাছে পুরো তথ্য নেই। একই ঘটনা ডুয়ার্সের লাটাগুড়ির ক্ষেত্রেও। ডুয়ার্সে পর্যটনের সূত্রপাত লাটাগুড়ির হাত ধরেই। গোরুমারা জঙ্গল লাগোয়া এই এলাকাটির সৌন্দর্য অসাধারণ। এখন এখানে বাইক কিংবা সাইকেল ভাড়া পাওয়া যায়। আশপাশের গ্রামগুলিতে উত্তরবঙ্গের রাজবংশী, আদিবাসী থেকে বেশ কিছু জনজাতির বাস। চা বাগান তো আছেই।
পর্যটকেরা চাইলেই নিজের মতো করে গোরুমারা জঙ্গল লাগোয়া এলাকাটি ঘুরে দেখতে পারেন। কিন্তু পর্যটকদের লাটাগুড়ি সম্পর্ক এই সমস্ত তথ্য জানা নেই। ফলে পর্যটকদের ভিড় বাড়ছে ডুয়ার্সের অন্যত্র। আর লাটাগুড়ি হয়ে উঠেছে ওয়েডিং ডেস্টিনেশন। রিসর্ট ভাড়া করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। একই কথা জলঢাকা এবং ঝোলুংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতিবেশী দেশ ভুটান লাগোয়া এই এলাকাটি যেন ছবির মতো সুন্দর।
বর্ষায় জলঢাকা থেকে স্পষ্ট দেখা যায়, কী ভাবে মেঘ থেকে জল ঝরে পড়ছে। নেওড়াভ্যালি জাতীয় উদ্যান পাশে থাকায় অজস্র ট্রেকিং রুট রয়েছে। কার্নিভালের দিনগুলিতে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে যেমন পর্যটকদের জন্য ম্যারাথন, আলোকচিত্র প্রদর্শনী, ওয়াটার স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে তেমনই হাজির থাকবেন একদল ইউটিউবার এবং ব্লগার।
তাঁরা এই এলাকাগুলি নিয়ে লেখালেখি এবং ভিডিয়োর মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরবেন। নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘আড়ালে পড়ে যাওয়া পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরতে আরও নানা পরিকল্পনা রয়েছে। মিরিকে তিন দিন। ঝোলুং-জলঢাকায় একদিন ও লাটাগুড়িতে তিন দিন ধরে এই উৎসব চলবে।