• ডাম্পার-অটোর মুখোমুখি সংঘর্ষ, বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল শিক্ষিকার
    এই সময় | ০১ মার্চ ২০২৪
  • ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক শিক্ষিকার, আহত ৭ যাত্রী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার উদয়চাঁদপুর চারাতলার মোড়ে। মৃত মহিলার নাম জ্যোৎস্না ইয়াসমিন (৪৫)। তিনি উদয়চাঁদপুর হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।
    এ দিন একটি অটো বহরমপুর থেকে কান্দির দিকে যাওয়ার সময়ে পাশের একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একাটি ডাম্পারে জোরে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা জ্যোৎস্না ইয়াসমিনকে মৃত বলে ঘোষণা করেন।
    বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। উদয়চাঁদপুর হাইস্কুলের শিক্ষক সুদীপকুমার মণ্ডল বলেন, ‘জ্যোৎস্না ইয়াসমিন আমাদের স্কুলের শিক্ষিকা ছিলেন। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। জ্যোৎস্নাদি বীরভূমের বাসিন্দা, চাকরি সূত্রে বহরমপুরে থাকতেন। ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। স্কুলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। আমরা চাইব, পথদুর্ঘটনা রুখতে প্রশাসন আরও কড়া ব্যবস্থা গ্রহণ করুক।’বহরমপুরের কলাবাগান এলাকায় কিছুদিন আগেই পথদুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে পণ্যবাহী গাড়ি দ্রুত গতিতে যাতায়াত করে। রাস্তায় ট্র্যাফিক পুলিশের নজরদারি বাড়ালে পথদুর্ঘটনা অনেকটাই কমবে।
  • Link to this news (এই সময়)