আরামবাগ থেকেই বাংলায় আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন এ রাজ্যে লড়াইয়ে বিজেপি এবার হাতিয়ার করছে, তৃণমূল তথা মমতা সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগকে। শুক্রবার তারকেশ্বরের মহাদেবের নামে জয়ধ্বনি দিয়ে ভাষণ শুরু করেন মোদী। বাংলায় সম্বোধন করেন রাজ্যবাসীকে। শুরুতেই বলেন, ‘মাতৃশক্তিকে শক্তি জোগায় যে বঙ্গ, তাকে প্রণাম।’ এরপরই হুগলীর সন্তান রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, ‘ যা হচ্ছে, তা দেখে রামমোহন রায়ের আত্মা কাঁদছে। যাঁর জন্ম হয়েছিল এই খানাকুলে।’ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন মোদী। তৃণমূলকে নিশানা করে তুলে ধরেন শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, গরু-কয়লা পাচারের মত সব দুর্নীতি প্রসঙ্গ। সভার মাঝে ফের সন্দেশখালির ‘বর্বরোচিত’ ঘটনার কথা বলে সভায় হাজির জনতার উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘ সন্দেশখালিতে যা হয়েছে, তার বদলা নেবেন তো?’