• Sheik Sahajahan: গারদেও ‘বাঘ’ শেখ শাহজাহানের ফোঁস! হাড়ে হাড়ে বুঝছেন CID গোয়েন্দারা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
  • CID Interrogation TO Sheikh Shahjahan:

    পুলিশ ধরলেও বৃহস্পতিবারই ধৃত সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অকুতভয়। বসিরহাট আদালত চত্বরে তাঁর বডি-ল্যাঙ্গুয়েজ অন্তত সেরকমই ছিল। আপাতত ১০ দিনের পুলিশি হেফাজতে শাহজাহান। এরপরই শাসক দল তৃণমূলও তাঁকে বরখাস্ত করেছে ৬ বছরের জন্য। কিন্তু কাদায় পড়লেও বাঘ বাঘ-ই থাকে। কমেনি তাঁর স্পর্ধা। সিআইডি জেরার মুখে সেকথাই রাজ্যের গোয়েন্দাদের যেন বোঝালেন শেখ শাহজাহান!
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)