Fire in Kolkata School: ক্লাস চলাকালীন কলকাতার নামী স্কুলে দাউ দাউ করে আগুন! বিধ্বংসী কাণ্ডে হুলস্থূল!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
Fire in Kolkata School:
শহর কলকাতার নামী বেসরকারি স্কুলে আগুন। স্কুল চলাকালীন হঠাৎই স্কুলের হস্টেলে আগুন লেগে যায়। তীব্র আতঙ্কে দৌড়োদৌড়ি পড়ে যায় স্কুল জুড়ে। তড়িঘড়ি ছাত্রীদের স্কুল থেকে বের করা হয়। দ্রুত খালি করে দেওয়া হয় গোটা হস্টেল। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।