• Success Story: ছাগল প্রতিপালন করে ছেলেকে মানুষ, UPSC-তে সফল হয়ে মা’কে বিরাট উপহার বিশালের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
  • সংসার চালাতে ছাগল প্রতিপালন করতেন না। পড়াশুনার খরচ চালাতেন শিক্ষকরা। চরম দারিদ্রতাকে উপেক্ষা করে অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে UPSC-তে সফল হয়ে সবাইকে চমকে দিয়েছেন এই যুবক। ২০০৮ সালে বাবা প্রয়াত হন বিশালের। তারপর থেকে সংসারে নেমে আসে চরম অন্ধকার। সংসার চালাতে হিমশিম খেতে হয় মাকে। সংসার চালানোর জন্য তিনি ছাগল প্রতিপালন করতেন। আর অবশেষে ছেলের সাফল্যে চোখের জল ধরে রাখতে পারেন নি মা। UPSC তে বিরাট সাফল্য অর্জন করেছেন বিশাল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)