PSL: নতুন অশ্বিন পেয়ে গেল পাকিস্তান, থমকে আসা দুরন্ত ঘূর্ণিতে নাজেহাল সব ব্যাটার, দেখুন জাদু-ভিডিও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০১ মার্চ ২০২৪
Pakistan Cricket: বল করার আগে হঠাৎ করেই থমকে যাচ্ছেন। অনেকটা অশ্বিনের মত। তবে ডেলিভারি যেন আরও ধাঁধার মত। সেই বোলারের ডেলিভারি পড়তে যে ব্যাটারদের সমস্যা হবে, তা জানাই কথা। সেরকমই এক বোলারের সন্ধান পেয়ে গেল পাকিস্তান ক্রিকেট লিগ। রমরমিয়ে চলছে পিএসএল-এর আসর। সেই লিগেই টিম সেইফার্ট করাচি কিংসের হয়ে খেলতে নেমে মসৃন গতিতে ব্যাটিং করছিলেন। তবে হঠাৎ সেই পাক রহস্যময় স্পিনারের ছোবলে উইকেট খুঁইয়ে আসতে হল কিউই তারকাকে।