• ডিলারদের সম্মান জানাল ডক্টরস চয়েস
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডিলারদের সম্মান প্রদান করল ডক্টরস চয়েস। রাজারহাটের এক হোটেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় কোম্পানির পক্ষ থেকে- ডক্টরস চয়েস পরিবার অ্যানুয়াল ডিলার্স মিট ২০২৪। এখানে সব ডিলারকে সম্মান জানানো হয় ও বেস্ট ডিলার ২৫ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানে কোম্পানির ডিরেক্টর গোপাল সারাম বলেন, "প্রত্যেক ডিলার ডক্টর চয়েস পরিবারের সদস্য। ব্যবসা সম্প্রসারিত করার অন্যতম মাধ্যম ডিলাররা"।" তিনি আরও জানান, "শুদ্ধ এবং খাঁটি তেল তৈরি করতে বদ্ধপরিকর ডক্টরস চয়েস। গুণগত মানের বিচারে এই তেল ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। বাজারে এই তেলের চাহিদা বাড়ছে। বিক্রি বেড়ে যাওয়ায় ব্যবসাও বে়ড়ে দ্বিগুণ হয়েছে। ডিলাররা না থাকলে চাহিদা অনুযায়ী বাজারে এই তেলের যোগান মেটানো সম্ভব হত না। এক বছরে ডিলারদের মাধ্যমেই উর্দ্বমুখী হয়েছে ব্যবসার গ্রাফ।" সম্মান প্রদানের পাশাপাশি ভবিষ্যতে ব্যবসার আরও শ্রীবৃদ্ধি কীভাবে সম্ভব, তা নিয়েও আলোচনা করা হয়। স্বপ্ন বড় থাকলে এবং লক্ষ্য ঠিক থাকলে পূর্ণ করা সম্ভব বলে অনুষ্ঠানে উপস্থিত ডিলারদের বার্তাও দিয়েছেন গোপাল সরাফ। পাশাপাশি ভবিষ্যতে তেলের গুণগত মান নিয়ে ডক্টরস চয়েস কোনওরকম আপোস করবে না বলেও আশ্বাস দিয়েছেন গোপাল সরাফ।
  • Link to this news (আজকাল)