• চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জোর
    আজকাল | ০১ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কলকাতায় হয়ে গেল স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত একটি সভা। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিৎএবং পি ডব্লু সি ইন্ডিয়া শুক্রবার একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন বিসিসিআইর স্বাস্থ্য কমিটির চেয়ারপার্সন ডাঃ সত্যজিৎ বোস, উডল্যান্ড হাসপাতালের সিইও ডাঃ রূপালি বসু, অ্যাপোলো হাসপাতালের সিইও ডাঃ রত্না দাশগুপ্ত প্রমুখ। ভারতীয় স্বাস্থ্য পরিষেবায় এআইয়ের ব্যবহার কীভাবে করা যায়, তা নিয়ে এদিন আলোচনা হয়। চেম্বারের সভাপতি অর্ণব বসু বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে।" চেম্বারের চেয়ারপার্সন ডাঃ সত্যজিৎ বসু বলেন, "প্রযুক্তিকে যদি ওষুধের সঙ্গে সমানতালে ব্যবহার করা হয় তাহলে স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী উন্নতি ঘটবে। নানা ধরণের ভাইরাল ঘটিত রোগ, ক্যান্সার, হার্ট অ্যাটাক, নার্ভের নানা সমস্যা জয় করা যাবে।"
  • Link to this news (আজকাল)