'রাজনীতির কথা কম, গল্প হয় বেশি!' মোদী সাক্ষাৎ শেষে মন্তব্য মমতার
এই সময় | ০১ মার্চ ২০২৪
রাজভবনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠক কেবলই সৌজন্যমূলক বলেই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে কোনওরকম রাজনৈতিক মন্তব্য করতে চাই না বলেই জানালেন তিনি।
রাজভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের কথা বললাম, কিছুক্ষণ গল্প করলাম।’ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় কি রাজ্যের বকেয়া নিয়ে কোনও প্রশ্ন উঠেছে? এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি এটা পরিষ্কার বলে দিতে চাই, এখানে কোনও রাজনৈতিক মন্তব্য করব না। যা বলার আমার দল বলবে। এটা প্রটোকল বজায় রেখে একটি বৈঠক হয়েছে।’
শুক্রবারই রাজ্যে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হুগলি জেলার আরামবাগে একটি সভা করেন তিনি। সঙ্গে ছিল কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের সভা শেষ করে কলকাতায় ফেরেন তিনি। কলকাতায় ফিরে সোজা যান রাজভবনে। রাজভবনে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কিছুক্ষণের মধ্যে রাজভবনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালকে সঙ্গে নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণের জন্য বৈঠক হয় তাঁদের। লোকসভা নির্বাচনের আবহে যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল গত কয়েক ঘণ্টায়। নিয়ম অনুযায়ী রাজ্যে দেশের প্রধানমন্ত্রী এলে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রটোকল মেনেই ইডি। দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এমনকি, প্রধানমন্ত্রীকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।সন্দেশখালি কাণ্ডের পর এদিন রাজ্যে প্রথম সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকে অবশ্য রাজ্যের একাধিক দুর্নীতি এবং অপরাধের ঘটনা নিয়ে সরব হন তিনি। তৃণমূল কংগ্রেস সরকারকে তুলোধোনা করার পরেই এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেই বৈঠকে রাজ্যের বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সেগুলি প্রকাশ্যে আনার জন্য নয় বলেই জানান তিনি।